চতুর্থ পর্যায়ে ইকুইটি কর্তৃক আইএসও ৯০০১:২০১৫ সার্টিফিকেট অর্জন

September 27, 2017

image

ইকুইটি প্রপার্টি ম্যানেজমেন্ট প্রাইভেট লিমিটেড আইএসও ৯০০১:২০১৫ পরিবারের ৯ম বৎসরে পদার্পন করেছে। বিগত জুন মাসের ৬ ও ৭ তারিখ আইএসও রি-সার্টিফিকেশন অডিট সফলভাবে সম্পন্ন করার মাধ্যমে আন্তর্জাতিকভাবে সুপরিচিত ও স্বীকৃত আইএসও এক্রেডিটেশন কোম্পানী ব্যুরো ভেরিটাস সার্টিফিকেশন (ইন্ডিয়া) প্রাইভেট লিমিটেড কর্তৃক উক্ত সার্টিফিকেটটি চতুর্থ পর্যায়ে আবারও তিন বৎসরের জন্য প্রদান করা হয়।
উল্লেখ্য যে ইকুইটি কর্তৃক আইএসও এর মান ও মানসিকতাকে অর্জন করার প্রয়াস দীর্ঘদিনের। বিগত ২০০৫ সাল হতে আইএসও এর আলোকে পথচলা শুরু করে প্রথমবারের মত বিগত ২০০৭ সনের আগস্ট মাসে প্রতিষ্ঠানে কর্মকর্তা ও কর্মচারীদের শ্রম, মেধা ও উর্ধতন কর্তৃপক্ষের সুযোগ্য নেতৃত্ব ও পরিচালনায় ইকুইটি আইএসও ৯০০১:২০১৫ সার্টিফিকেট অর্জন করে।
ইকুইটি  আএএসও কে ধারণ করাপর অন্তর্নিহিত উদ্দেশ্য হচ্ছে যে, এর আলোকে ইকুইটিকে একটি সম্পূর্ন টিকিউএম পদ্ধতি অনুশীলনরত কোম্পানীতে রূপান্তরিত করা এবং এর প্রতিটি প্রজেক্ট তথা বিভাগে কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম (কিউএমএস) অনুসরন করে টোটাল কোয়ালিটি ম্যানেজমেন্ট (টিকিউএম) কে প্রাতিষ্ঠানিক রূপ দেয়া। এর জন্য ইকুইটির নির্দিষ্ট কার্যক্রম রয়েছে যেমন-আইএসও কোয়ালিটি ম্যানুয়েল, কোয়ালিটি প্রসিডিউর, কোয়ালিটি ফর্মস, ওয়ার্ক ইন্সট্রাকশন অনুসরণ করে কাজ করা ও এপ্লিকেশন টুলস হিসাবে কোয়ালিটি সার্কেল প্রতিষ্ঠা ও সভা করা, কাইজেন ও ৫-স পদ্ধতি অনুসরণ করা। সময়ে সময়ে সংশ্লিষ্ট কসল ক্ষেত্রে ইকুইটি নিয়মিতভাবে বিভিন্ন ট্রেনিং এর ব্যবস্থা করে থাকে ও প্রতি মাসেই ক্রমানুসারে সকল চলমান প্রকল্প ও বিভিাগসমূহে কোম্পানীতে চাকুরীরত ও ট্রেনিংপ্রাপ্ত আইএসও কোয়ালিটি অডিটর দ্বারা আএএসও অডিট কার্যক্রম পরিচালনা করে। এ প্রসঙ্গে উল্লেখ্য যে, অত্র কোম্পানীতে প্রতি ২/৩ মাস অন্তর সকল উর্ধতন কর্মকর্তা ও ব্যবস্থাপক সমভিব্যবহারে, ব্যবস্থাপনা কর্তৃকপক্ষের উপস্থিতিতে স্টিয়ারিং/ম্যানেজমেন্ট রিভিউ কমিটির সভা অনুষ্ঠিত হয় ও উক্ত সভায় কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেম (কিউএমএস) এর ক্রমাগত উন্নয়ন সাধনকল্পে সকল কার্যক্রম পর্যালোচনা করা হয়।

Get In Tuch

Equity Point, Prabartak Circle

Chittagong 4203, Bangladesh

tel: +88-02334451631, 02334451633, +8801833 105885

email: info@equity.com.bd